বিলাইছড়িতে এবার উপজেলা চেয়ারম্যানের পরিবারে করোনার হানা

449
বিলাইছড়ি প্রতিনিধিঃ
সারাদেশের মত বিলাইছড়িতেও দিন দিন করোনা সনাক্তের হার বাড়ছে। সোমবার (২৬ জুলাই) চেয়ারম্যান পরিবারের ৩ জনসহ একদিনেই ৭ জনের দেহে করোনা সনাক্ত করা হয়েছে।
সনাক্তকৃতদের মধ্যে উপজেলা চেয়ারম্যান এর স্ত্রী, ছোট মেয়ে ও দূর সম্পর্কের নাতিসহ একই পরিবারের ৩ জন রয়েছেন। বাকী ৪ জন উপজেলার বিভিন্ন গ্রামের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো.ইউনুস জানান,এন্টিজেন টেস্টে আজ ২২ জনের নমুনা টেস্ট করে ৭ জনের  দেহে করোনা পাওয়া গেছে। তার মধ্যে  উপজেলা চেয়ারম্যান পরিবারের ৩ জন সদস্য রয়েছে।
উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা জানান, আমার এক দূর সম্পর্কের নাতি আমাদের সাথে থাকে। তার কয়েকদিন ধরে জ্বর ,  হালকা সর্দি  ও কাশি হওয়ায়। নাতি ছাড়া পরিবারের অন্য সদস্যদের কোন লক্ষণ না থাকলেও সন্দেহ বশত  সবাই নমুনা দিই। এবং নমুনা টেস্টে আমার নেগেটিভ আসলেও আমার স্ত্রী, মেয়ে ও নাতির পজিটিভ আছে। তবে সবাই সুস্থ  আছে বলে জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি উপজেলার সবাইকে স্বাস্থ্য বিধি মানার জন্য আহবান জানিয়েছে।