॥ ইকবাল হোসেন ॥
রাঙাামটি পৌরসভা নির্বাচন ঘিরে দূর্গম এলাকা গুলোতে ধানের শীষের প্রচারণায় গণসংযোগ চালাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রথমে বিলাইছড়ি পাড়ায় শত শত সমর্থকদের নিয়ে বিএনপির এই মেয়র প্রার্থী উঠান বৈঠক করেন।
এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপুর সঞ্চালনায় ও বাসুকী কার্বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম, মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, মাস্টার মৃণাল চাকমা, বিহার কমিটির সভাপতি অসীম কুমার চাকমা, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো), উপজাতীয় ঠিকাদার সমিতির সভাপতি মানস কুমার চাকমা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম। এসময় এলাকাবাসী ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর ধানের শীষের প্রচারণায় মিতিঙ্গা ছড়িতে উঠান বৈঠক করা হয়। এতে তপন কার্বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এসময় মামুন বলেন, পরিবর্তনের স্বার্থে ধানের শীষে ভোট দিন। আমি পৌর এলাকায় বসবাসরত জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের না দল-মত-নির্বিশেষে সকল সম্প্রদায়ের মেয়র হতে চাই।