॥স্টাফ রিপোর্টার ॥
রমজান মাস হচ্ছে মানুষের মন থেকে পশু বৃত্তি জ্বালিয়ে দেয়ার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণের মাস- বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মোঃ জাফর সাদেক। তিনি বলেন এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তুলবে এটাই রোজার কেন্দ্রীয় শিক্ষা।
রাঙামাটি শহরের ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে জাফর সাদেক এ মন্তব্য করেন।
পবিত্র মাহে রমাদান ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াত ঘোষিত ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহাম্মেদ, জেলা শাখার নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম ও সাবেক সেক্রেটারী হাশেমুল হক খোন্দকার। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ইসলমী আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গা মানিক ও এলডিপি সাধারণ সম্পাদ সৈয়দ দিদারুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাঙামাটির সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা পরিষদের সদস্য হাবিব আজম ও মিনহাজ মুরশিদ, বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমগণ, আইনজীবীগণ, বিশিষ্ট ব্যবসায়ীরা ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, কোন রাজনৈতিক দল আমাদের শত্রু নয়, সকলকে আমরা বন্ধু মনে করি। দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, আল্লাহ বিত্তবানদের জন্য যাকাত প্রদান বাধ্যতামূলক করেছেন, যাকাত কোনো দয়া দাক্ষিন্ন নয়, বরং যাকাত সামাজিক সাম্যতা আনার লক্ষ্যে ইসলামী অর্থনীতির এক কালজয়ী বিধান।