॥ কাউখালী প্রতিনিধি ॥
কাউখালীর বেতবুনিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও বে – সরকারি উন্নয়ন সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যকশান( ইপসা) এর যৌথ আয়োজনে এক এ্যডভোকেসি সভা গতকাল বুধবার সকাল ১০ টায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন বেতবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ- সহকারী মেডিকেল অফিসার ডাঃ হৈমন্তী দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা ( অতিরিক্ত দায়িত্ব) অফিসার ডাঃ বেবী ত্রিপুরা। অনুষ্ঠানে অন্যনের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী প্রেসক্লাব সহ- সভাপতি মোঃ ওমর ফারুক, ফটিক ছড়ি ইউনিয়ন এফপিআই প্রগতি চাকমা,কলমপতি ইউনিয়ন এফপিআই পাইচানু মারম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপসা সুখী জীবন প্রকল্পের এফএফ দীপায়ন চাকমা।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব কর্মকর্তা অংশি প্রু মারমা, মাওচিং চৌধুরী, উর্মী রানী বড়ুয়া সহ পরিবার পরিকল্পনা বিভাগের সকল ফিল্ড স্টাফ ও সেবা গ্রহীতা কিশোর কিশোরী ও নারীরা। আয়োজিত এ্যাডভোকসি সভায় বক্তারা বলেন, কিশোর কিশোরী গর্ভবতী মায়েদের সচেতন থাকতে হবে। অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ বেবি ত্রিপুরা বলেন, কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এই ধরনের সচেতনতামুলুক কার্যক্রম যুগোপযোগী। তিনি আরো বলেন এসময় থেকে তারা সঠিক শিক্ষা ও তথ্য লাভ করলে নিজেদের পরিপূর্ন মানুষ রুপে গড়ে তুলতে সহায়ক হবে। তিনি তার বক্তব্যে বলেন, নবদম্পতি এবং গর্ব বতী মায়েদের সচেতন হতে হবে। বিশেষ করে নব দম্পতিদের নিজেদের নিরাপত্তার জন্য যে সকল পদ্ধতি সরকারি বা বে- সরকারি ভাবে দেয়া হয় তা গ্রহণ করে নিজেদের জীবন নিজেরাই নিরাপদ রাখতে পারেন এবং সুন্দর জীবন গড়তে পারেন বলে তিনি সভায় জানান।