ভাঙ্গা ব্রীজটি নির্মাণে বিরামহীন সড়ক বিভাগ ও সেনাবাহিনী

353

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥

সম্প্রতি ব্রীজ ধ্বসে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধে জনদূর্ভোগে পড়েছেন পর্যটকসহ হাজারো যাত্রী সাধারণ। এই জনদূর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সড়ক বিভাগ ও সেনাবাহিনী। শুক্রবার সকালে ধ্বসে পড়া সেতুটি দ্রুত সময়ে পুনঃনির্মাণে কাজের অগ্রগতি সম্পর্কে তদারকি করেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফীন।

এসময় শাহে আরেফীন জানান, সড়কে যোগাযোগ পুণরুদ্ধার করতে আমরা ২শিফটে কাজ করে যাচ্ছি। সড়ক জনপদের পাশাপাশি ৩৪ ইঞ্জিনিয়ারিং কনষ্ট্রাকশন বিগ্রেডের অধীনে ২০ইসিবি বিকল্প একটি সড়ক এবং ব্রীজ নির্মাণ করে সড়ক ও জনপদকে সহযোগীতা করে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে ধ্বসে পড়া সেতুটি মেরামত সম্পন্ন হবে। এদিকে সেনাবাহিনীর একটি সূত্রে জানা যায়, আগামী ২-৩দিনের মধ্যে যোগাযোগের উপযোগী হবে তাদের নব-নির্মিত ব্রীজ ও সড়ক।