ভালবাসা ও আলাপ আলোচনার মাধ্যমে শেখ হাসিনা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠ করেছে : বীর বাহাদুর এমপি

444

p.......7

বান্দরবান প্রতিনিধি, ১৩ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন অস্ত্র নয় ভালবাসা এবং আলাপ আলোচনার মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, ১৯৯৭ সালে শান্তিচুক্তি হওয়ার পুর্বে পার্বত্য চট্টগ্রামের জনগণ তিন বাহিনীর যন্ত্রণায় অতিষ্ট ছিল; মশাবাহিনী, সেনাবাহিনী এবং শান্তি বাহিনী। মশা বাহিনী একারলে বললাম যে, ম্যলেলিয়ায় পাহাড়ের অগণিত মানুষ প্রাণ হারিয়েছে। আর আজ কিছু ব্যতিক্রম ছাড়া মানুষ শান্তিতে ঘুমাচ্ছে।

মঙ্গলবার বান্দরবানে ৬৯ পদাতিক বিগ্রেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহম্মদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় মেঘলা হলিডে-ইন এ জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্টানে আরো বক্তব্য রাখে, জেলা ও দায়রা জজ সফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন অনুপ দেওয়ান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, বান্দরবান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক থানজামা লুসাই, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ।

অনুষ্ঠানে রুমা, আলীকদম ও বান্দরবান জোনের জোন কমান্ডারদ্বয়সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান