॥ স্টাফ রিপোর্টার ॥
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল রাঙামাটি জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণ্যাঢ্য র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্ণেল (অবসরপ্রাপ্ত) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম-সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম। এসময় শ্রমিকদল ও জেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন- বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন পূরণে জনগণ ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করে যাচ্ছি। আগামীতে সরকার গঠনের মাধ্যমে শ্রম অধিকার বাস্তবায়নে বিএনপি বদ্ধ পরিকর। তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি, আওয়ামী ফেসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলন সংগ্রামে শ্রমিকদলের নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।