জুরাছড়ি উপজেলার মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনিল বরণ চাকমা সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাকেশ চাকমা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা বলেন, শিক্ষক এবং অভিবাবকদের পারস্পরিক সম্পর্ক বজায় থাকলে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের জ্ঞানের বিকাশ ঘটে। তাদের উৎসাহ বাড়ে যার ফলে প্রতিদিন শিশুরা স্কুলে উপস্থিত থাকেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও অবিভাবকদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।