॥ স্টাফ রিপোর্টার ॥
মানিকছড়ি কাঠ ও জ¦ালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম তালুকদার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সমিতির ৬ষ্ঠ কার্যকরী কমিটির নির্বাচনের লক্ষ্যে এ তফসিল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সমাজসেবা বিধিমালা ও সমিতির গঠনতন্ত্রের (সংশোধিত) অনুচ্ছেদ-১২ ধারা ১৮ মোতাবেক এ তফসিল ঘোষণা করা হলো।
ঘোষিত তফসিল অনুসারে সমিতির কার্যালয়ে মনোনয়ন পত্র বিতরন করা হবে ১১ই মার্চ থেকে ১৩ই মার্চ পর্যন্ত।(সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত)। মনোনয়পত্র দাখিলের শেষ সময় ১৫ মার্চ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত।মনোনয়নপত্র বাছাই এবং বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ১৯ মার্চ সকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
বৈধ ও বাতিলকৃত মনোনয়ন পত্রের আপিল আবেদন দাখিল ২০ মার্চ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত।দাখিলকৃত আপিল বিষয়ে শুনানী গ্রহন ও নিষ্পত্তি ২৩ মার্চ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত।বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ২৬ মার্চ সকাল ১১টা পর্যন্ত।প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ২৭ মার্চ সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত। ভোট গ্রহন ১০ এপ্রিল সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত এবং ভোট গননা শেষে ওইদিনই ফলাফল ঘোষনা করা হবে।
এতে সভাপতি (১টি), সহ-সভাপতি (১টি), সাধারণ সম্পাদক (১টি), সহ সাধারন সম্পাদক (১টি), সাংগঠনিক সম্পাদক (১টি), অর্থ সম্পাদক(১টি), কার্যকরী সদস্য(৩টি) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৮ বছর বয়স পূর্ন না হলে এবং কোন ফৌজদারী অপরাধের কারনে দোষী সাব্যস্থ হয়ে ২ বছর বা ততোধিক মেয়াদের জন্য কারাদন্ড দন্ডিত হয়ে থাকলে এবং কারাভোগের পর ৫ বছর সময় অতিবাহিত না হলে- সমিতি বা সরকারী বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান কতৃক ঋন খেলাপী হলে নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না বলে জানানো হয়েছে।