মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলো বাস স্টেশন ব্যাবসায়ী সমিতি

407

॥ ইকবাল হোসেন ॥
‘প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম নিজে সুরক্ষিত থাকুন অন্যকে সুরক্ষিত রাখুন’ প্রতিপাদ্যে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় ব্যাবসা প্রতিষ্ঠানে পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ৬৫০টি মাস্ক, ৩৫০টি স্যানিটাইজার ও ৯০ টি ফেস্টুন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার-আল-হক, বিশিষ্ট ব্যাবসায়ী ও উক্ত সমিতির সদস্য সলিম উল্লাহ।

উক্ত সমিতির সদস্য রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নেছার আহম্মেদ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, অর্থ-সম্পাদক ইব্রাহীম স্বপন, সহ-সাধারণ সম্পাদক বাবুল মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী শামীশ মোস্তফা, সদস্য মো. নাছির উদ্দীন, রেজাউল করিম বাচ্চু, মো. আলমগীর, মো. শাহাদাৎ, আইয়ুব ভূঁইয়া। এসময় জেলা স্কাউটের কর্মকর্তা ও স্কাউট সদস্যরা সহযোগিতা করেন।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় আমরা করোনার প্রথম ধাক্কা অনেকটাই এড়াতে সক্ষম হয়েছি। যেহেতু সারাবিশ্বে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ আসতে চলেছে সেহেতু সরকারি নির্দেশনা মাস্ক পরিধান বাধ্যতামূলকের বিষয়ে ব্যাবসায়ী ও এলাকাবাসীদের অবগত করে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করাতে ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।

পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে বক্তারা বলেন  আমরা আমাদের এই এলাকায় যারা মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছে তাদের মুখে মাস্ক পড়িয়ে একটি করে হাত ধোঁয়ার স্যানিটাইজার তুলে দিব এবং এখানকার ৯০টি দোকানে মাস্ক ছাড়া কোনো পণ্য বিক্রয় বা  “নো মাস্ক নো সার্ভিসের” ফেস্টুনও টাঙ্গিয়ে দিব।