॥ স্টাফ রিপোর্টার ॥
মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষ্যে গাউছিয়া কমিটি রাঙামাটি বৃহত্তর তবলছড়ি ৩, ৪ ও ৫নং ওয়ার্ড শাখার আয়োজনে শুভেচ্ছা র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বাদ মাগরিব তবলছড়ি জামে মসজিদ প্রাঙ্গণ হতে উক্ত শুভেচ্ছা র্যালিটি শুরু করে তবলছড়ি বাজার প্রদক্ষিণ করে বাজারে পথ সভায় মিলিত হয়।
এতে শুভেচছা বক্তব্য রাখেন পুরাতন বাস স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তফা হেজাজী, বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, বৃহত্তর তবলছড়ি ৩, ৪ ও ৫নং ওয়ার্ড শাখা রাঙামাটির সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদ, সমাপনী বক্তব্য রাখেন পুরাতন বাস স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা জসীম উদ্দীন নূরী, সঞ্চালনা করেন বায়তুন নূর জামে মসজিদ আসামবস্তির খতিব ও পেশ ইমাম মাওলানা জসীম উদ্দীন কাদেরী, উপস্থিত ছিলেন মাজার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা হাফেজ মো. আবুল কালামসহ শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিগণ।