নতুন পথের সন্ধানে
[০৭ আগষ্ট, ২০১১]
জন্মেছি এ ধরায়
তাই আমরা আছি সরায়
একদিন চলে যেতে হবে সেথায় যেথায় ঘুমিয়ে আছে লক্ষ কোটি মানুষ
লুটেরারা বিশ্বকে করেছে দেউলিয়া
তাই বিশ্ব হয়েছে শ্মশান।
চতুর্দিকে শুধু হায়নার দল
বিশ্বকে করছে শোষণ
তাই শোষিত হচ্ছে ৬৮৫ কোটি মানুষ।
শোষকেরা লুটপাট করছে জাতীয় সম্পদ, কামিয়েছে টাকা;
বানিয়ে ডলার, করেছে পাচার বিভিন্ন রাষ্ট্রের ছত্রছায়ায়
যারা জাতীয় সম্পদ করলো লুটপাট
তারা রাতারাতি বনে গেলো মহামতি
হায়রে সোনার বিশ্ব এই কি ছিল ৬৮৫ কোটি মানুষের ভাগ্যের পরিণতি!
যারা ছিল দেশের জন্যে নিবেদিত প্রাণ, তারা হলো সর্বস্বান্ত,
আর লুটেরারা বনিল মহারথি।
রাজনীতি করে যারা আমলা ও পেশাজীবিদের সহযোগীতায় লুটলো ফায়দা,
তারাই বনিল সমাজসেবক,
করিল শোষণ ৬৮৫ কোটি মানুষের ধন, বনিল তারাই দেশপ্রেমিক;
বিপুল পরিমাণ অর্থ খরচ করে পার হলো নির্বাচনী বৈতরনী
পেল লাইসেন্স শুরু করলো লুটপাট,
জনগণ হলো গরীব আর ওরা হলো ধনী
এভাবেই বিশ্ব হলো শ্মশান।
ওদের ঠেকাও যদি তোমরা বাঁচতে চাও
হে আমার বিশ্বের জনগণ
আমরা ছিলাম পরাধীন
ক্রমান্বয়ে হলাম স্বাধীন
এত বছরেও বিশ্ব পেলোনা সফল রাষ্ট্রনায়ক
যার জন্য ৬৫ ভাগ মানুষের জীবনমান কষ্টদায়ক
আমরা তাই নতুন রাষ্টনায়কের সন্ধানে
আসুন সকলে মিলে খুঁজি তাঁকে।
রজনীগন্ধা তুমি
তারিখ ঃ ০১/০৭/২০১২
তোমার সুবাসে জেগে উঠি শিশিরে শভ্রগন্ধে
এতো সুগন্ধে উদ্ভাসিত হৃদয় মহানন্দে!
হৃদয় জুড়ানো সে সুবাস তোমার কোমল কলিতে
মহাসৌরভে মানুষের মনে শিল্পীর তুলিতে!
জীবনে-মনে পার্থিব বিষয়ে কিছু সময়ের অহংকার
সময়ের বিবর্তনে তা ভেঙ্গে কর চুরমার!
তোমার সান্নিধ্যে এসে সকল অনাচার ভুলে যাই
তাইতো সচরাচর পথিক হয়ে তোমার আঙ্গিনায় দাঁড়াই
তোমার সুবাসী বাতাসে মন হয় ধন্য
তোমার দুয়ারে এসে এ জীবন হয় পুণ্য!
তুমি সুগন্ধ ছড়িয়ে দাও বুকের আঙ্গীনায়
সুদ্ধ হয় ধরিত্রির, সকল হৃদয় মহামহিমায়!
তোমার ভালবাসায় সচল আমার জীবন তরী
তুমি অমর হৃদয়ে থোকো চিরকাল সুগন্ধ পরী!
তোমাকে নিয়ে তৈরী আমার বাগানে তুমিই অহংকার
মনের অজান্তে প্রেমের বাঁধনে ছাড়িয়ে ঝংকার!
তোমার সৌরভ ছড়িয়ে পড়–ক সকলের মনে মহাসমারোহে
তোমার সুগন্ধে আমিও উঠি আনন্দে, জাগ্রত প্রহরে!
আমার কামিনী হৃদয় জুড়ানো তোমার সুগন্ধ গৌরব
চিরকাল বেঁচে থাক, ছড়িয়ে দিতে সবুজে শুভ্র সৌরভ
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি। তারিখ- ২৪ ফেব্রুয়ারি ২০১৭।