মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন আবুর দুটি কবিতা

354

স্বরাজ-শান্তির নীড়
তারিখ: ১২-০৭-২০১২

জাগো জনতা জাগো, ভেঙ্গে দাও শোষণের জিঞ্জির;
কায়েম করো বহু কাঙ্খিত সমবাদ তত্ত্বের সুশাসনের নীড়!
ভেঙ্গে দাও সনাতনী শাসনব্যবস্থার রীতি-নীতি;
রাষ্ট্রে কায়েম করো ‘গণতান্ত্রিক সমবাদ’ পদ্ধতি!
ভেঙ্গে দাও শোষণের হাতিয়ার, ঘুনে ধরা বুর্জোয়া রীতি;
রাষ্ট্রে কায়েম করো সাম্যের ‘সামাজিক অর্থনীতি’!
গুঁড়িয়ে দাও, সংস্কার করো সনাতনী সামাজিক কুসংস্কার;
কায়েম করো বহু কাঙ্খিত ধর্মীয় মূল্যবোধের সংস্কার!
ভেঙ্গে দাও, সংস্কার করো বহু পুরাতন ঘুনে ধরা কৃষ্টি;
কায়েম করো আধুনিক মান-সম্পন্ন ন্যায়ভিত্তিক সংস্কৃতি!
ভেঙ্গে দাও মহারাজার সম্পদ বন্টনের চিরাচরিত আস্ফালন;
কায়েম করো সম্পদ বন্টনের সাম্য নীতির নিয়ম-কানুন!
গুঁড়িয়ে দাও, সংস্কার করো মাসলম্যানদের তৈরী কালা-কানুন;
কায়েম করো সাধারণ মানুষের অধিকারের স্বায়ত্বশাসন!
প্রত্যেক ঘরে ঘরে গড়ে তোল প্রতিবাদের শিবির;
ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও শোষণের হাতিয়ার,
সমাজে কায়েম করো ‘স্বরাজ-শান্তির নীড়’!

জনতার নিশানায়
তারিখ: ১২-০৭-২০১২

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নেতৃত্বে মদিনার সনদ শীর্ষে;
যা বিশ্বের প্রথম সংবিধান হিসেবে পরিচিত সারা বিশ্বে!
বিশ্বের বিভিন্ন রাষ্ট্র পেল অসংখ্য বিধান যা সংবিধান নামে অভিহিত;
সংবিধানে জনতার আশা আকাঙ্খার কথা থাকলেও জনতা বরাবরই উপেক্ষিত!
ভোটাধিকার প্রয়োগে ‘জনতার নিশানায়’ যত ভূল;
শোষকের আঙ্গিনায় তত গোলাপ ফুল!
শোষকের দল জাতীয় নির্বাচনে জনতাকে দেয় ধোঁকা;
দারিদ্্েরর কষাঘাতে জনতা বার বার বনে যায় বোকা!
জাগো জনতা জাগো, ভুলোনা শোষকের অতীত কর্মকান্ডের নৃশংসতা;
খুঁজে বের করো ‘বিশ্ব জাতীয় কংগ্রেস’ দমন করতে রাষ্ট্রীয় সহিংসতা!
জনতাকেই বের করতে হবে নতুন নেতৃত্বের ধারা;
যারা সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে দেবে সারা!
জনতা যদি কাপড়-চোপড় ও নগদ অর্থ নিয়েও ভোটদানে না দেয় সারা;
তবেই তো রাষ্ট্রে কায়েম হবে গণমানুষের সামাজিক অর্থনীতির ধারা!
ভোটাধিকার প্রয়োগে জনতাকেই দিতে হবে আত্ম-নির্ভরশীল রাজনৈতিক ধারার নিশ্চয়তা;
তবেইতো সরকারের থাকবে মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগের দায়ভার!
মানবাধিকার রক্ষায় তোমার নিশানায় যদি হয় ভুল;
তুমি কেমনে পাবে সুশাসন প্রতিষ্ঠায় কাঙ্খিত গোলাপ ফুল!
নিয়তিকে দোষারোপ না করে তুমি নিজেকে কর সত্যের পথে ধাবমান;
তা না’হলে নিত্যনৈমিত্তিক অভাবের খড়গ তোমার ঘাড়েই থাকবে চলমান!

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি। ৫ এপ্রিল ২০১৭