মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন মোহসিন রানা

405

॥ স্টাফ রিপোর্টার ॥
আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয় চেয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মুহসীন রানা। তিনি সোমবার সন্ধ্যায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদারের কাছে মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতাব্বর, সেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমানসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দল মনোনয়ন দিলে দলকে পৌরসভার আসন উপহার দিয়ে পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন রানা।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতাব্বর জানান, সোমবার থেকে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা নেয়া হচ্ছে। মঙ্গলবার এক ডিসেম্বর দুপুর পর্যন্ত আবেদন পত্র জমা নেয়া হবে।