রাইখালীতে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত

398

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

চন্দ্রঘোনা থানাধীন রাইখালীর খন্তাকাটা ও পূর্ব কোদালা এলাকার দু’টি দোকানে থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে মোটরসাইকেলে পালানোর সময় গ্রামবাসীর হাতে গণপিটুনির শিকার হয়েছে ২ ছিনতাইকারী। এছাড়া আরো ১ জন ছিনতাইকারী পালিয়ে যায়।

শনিবার রাত ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে। গণপিটুনিতে আহত যুবক ২ জন হলো, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার মোঃ রানা (২৫) ও মোর্শেদ (২৪)। খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয় বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী। তিনি জানান, ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৬ টি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছ।