॥ ইকবাল হোসেন ॥
অসহায় হতদরিদ্র ৭০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা। সোমবার দুপুরে রিজার্ভমুখ খানকা শরীফে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলার আহ্বায়ক হাজ্বী মোঃ মুছা মাতব্বর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মোঃ আবু সৈয়দ, তৈয়বীয়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেন চৌধুরী, গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আব্দুল হালিম (ভোলা) সওদাগর, আহবায়ক কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, হাজ্বী নাসির উদ্দিন, হাজ্বী আব্দুল করিম খান, হাজ্বী মোঃ জসিম উদ্দিনসহ গাউছিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এবিষয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মোঃ আবু সৈয়দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ জেলা কমিটির উদ্যোগে আজ ৭০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলা মিলিয়ে কমপক্ষে দেড় হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনার কথা জানান তিনি। ইফতার সামগ্রী বিতরণ শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়।