রাঙামাটিতে আজ শুরু হচ্ছে ডিজিটাল উদ্বোধনী মেলা

104

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে আজ রোববার থেকে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য জেলার সাথে রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ এমএ আব্দুল আলী মঞ্চে দু’দিনব্যাপী এ মেলা শুরু হবে। তার আরে আগে অনুষ্ঠিত হবে র‌্যালী।

বুধবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান। ব্রিফিংয়ে আরও জানানো হয়-মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা থাকবে। তাছাড়া উদ্ভাবনী আইডিয়া নিয়ে ২০ নভেম্বর দুপুর আড়াইটায় আয়োজন করা হবে উদ্ভাবনী অলিম্পিয়াড।

এছাড়াও ডিজিটাল উদ্ভোবনী মেলা উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতযোগিতা আগামী ৩০ নভেম্বর রাত ৮টা থেকে ৯টার মধ্যে যেকোন ২০মিনিট “ইনোভেশন কুইজ এটুআই ডট গভ ডট বিডি” এই ওয়েবসাইটে অনলাইনে অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক জানান- ১নভেম্বর থেকে ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন চলবে। আগ্রহীদের এই নির্দিষ্টি সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে। নাহয় তারা কুইজে অংশ নিতে পারবে না। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।