রাঙামাটিতে আবারো এক চিকিৎসক সহ ১০ জনের করোনা সনাক্ত

752

॥ সৌরভ দে ॥
রাঙামাটিতে আবারো ১ চিকিৎসকসহ ১০ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাঙামাটি পিসিআর ল্যাবে পরীক্ষিত ৩৯টি নমুনার রিপোর্টে এই ১০ জন করোনা পজেটিভ রোগীর তথ্য পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল। তিনি জানান, ১০ জনের মধ্যে ৯ জন রাঙামাটি সদরের ও ১ জন জুরাছড়ির বাসিন্দা। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৭৯ জনে।

সূত্রে জানা যায়, রাঙামাটি সদর হতে সদ্য করোনা শনাক্তদের মধ্যে ২ জন ডিএসবি কলোনী, ১ জন ট্রাইবেল অফিসার্স কলোনী, ১ জন ভেদভেদী, ২ জন আনন্দবিহার এলাকা, ১ জন বিজয় সরণি, ১ জন এসপি অফিস এলাকা ও রাঙামাটি সদর হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন।

এদিকে চলতি মাসের ৬ তারিখ ঘাগড়া আনসার ক্যাম্পের এক সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি রাঙামাটি সরকারি কলেজ আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। এতে করে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে।  স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মোতাবেক রাঙামাটিতে ১০৭৯ জন করোনা আক্রান্তের মধ্যে বর্তমানে ৯৮০ জন সুস্থ।