॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খতমে কুরআন, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহিদ মিনার প্রাঙ্গণ থেকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি শুরু করে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনছুর আলী।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি ক্বারী ওসমান গণি চৌধুরী, রাঙামাটি সুন্নিয়া সিনিয়র মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা মো. রেজাউল করিম, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম। দোয়া ও মিলাদ পরিচালনা করেন শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল-কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়া। সঞ্চালনা করেন- কাউখালীর ফিল্ড সুপারভাইজার মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে রাঙামটির বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিনসহ স্থানীয় ওলামায় কেরামগণ উপস্থিত ছিলেন।
এরপর দাখিল/এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি সুন্নিয়া সিনিয়র মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা মো. রেজাউল করিম।
সংক্ষিপ্ত আলোচনা সভার পর অতিথিরা শহরের বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের দাখিল/এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট ও উপহার প্রদান করেন।