রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

331

স্টাফ রিপোর্ট- ২৫ জুলাই ২০১৭, দৈনিক রাঙামাটি:  মাছ চাষে গরবো দেশ, বদলে দেব বাংলাদেশ এই শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রাঙামাটিতে মুল্যায়ন সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা মৎস্য দপ্তর, বিএফডিসি ও বিএফআরাই এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান পালিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের সমাপনী দিনে বাংলাদেশ মৎস গবেষনা ইনষ্টিটিউট, রাঙামাটি কেন্দ্রের মিলনায়তনে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক সাধন মনি চাকমা,র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. প্রকাশ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো. আসাদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) আবদুল রহমান। অনুষ্ঠান শেষে রাঙামাটির সফল তিনজন মৎস্য চাষিকে  ক্রেষ্ট ও সনদ বিতরন করা হয়। গত ১৮ জুলাই এ মৎস্য সপ্তাহ শুরু হয়।

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপ্ত

কাপ্তাই প্রতিনিধি:  কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭।  সোমবার বিকালে উপজেলা রেষ্ট হাউজে মৎস্য সপ্তাহের সমাপনী উপলক্ষে মূল্যায়ন. পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন হয়।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মাদ সামসুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদুল হাসান, উপজেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদহারুন প্রমূখ।

কাপ্তাই জাতীয় উদ্যান (সিএমসি) এর সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, কাপ্তাইয়ে মাছ চাষের ক্ষেত্রে মাছ চাষীদের যত বেশি পরিধি বৃদ্ধি পাবে ততই দেশের রুপালী সম্পদ বৃদ্ধি পাবে। বর্তমান সময়ে প্রাকৃতিক পরিবেশ খুবই অনুকুলে তাই এই বিষয়েকে সমস্য মনে না করে যত বেশি পরিশ্রমের সাথে মাছ চাষের দ্বারা অর্থ উপার্যন করা হবে ততই রুপালী সম্পদ ও দেশ উন্নত হতে সক্ষম হবে। তাই সকলকে মাছ চাষের দ্বারা দেশের উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান


কাউখালী  প্রতিনিধি:  কাউখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ খ্রিঃ  উপলক্ষে মূল্যায়ন, পুরুস্কার বিতরন সোমবার সকাল ১০টায় উপজেলা সদরস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত
হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, পুরুস্কার বিতরনের লক্ষে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মঈনুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার এস এম শাহজান সিরাজ প্রমুখ

এ সময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ ওমর ফারুক, মৎস্য সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী মৎস্য অফিসার মৃনাল কান্তি চাকমা, এফ এ (মৎস্য) প্রদীপ কুমার দে। জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকা হতে মৎস্য চাষী, গন্যমান্য ব্যাক্তি,প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে প্রধান অতিথি কর্তৃক মৎস্য চাষের উপর বিজয়ী ৩ জনকে পুরুস্কার তুলে দেওয়া হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।