।। সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ ।।
রাঙামাটিতে সোমবার (১৭ মার্চ) বিকেলে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেছেন রাঙামাটির ২নং ওয়ার্ড জামায়াত। ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারী পুরুষসহ মোট ৫০ জনের মাঝে ফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জয়নাল আবেদীন (সও:) এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ২৯৯ নং আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী, অ্যাডভোকেড মোখতার আহমেদ, আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ রমজান আলীসহ বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াতের ২নং ওয়ার্ডের দায়ীত্বশীল বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম বলেন, জামায়াতে ইসলামী বর্ণ-ধর্ম নির্বিশেষে সবার পাশেই দাড়ায়। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রীষ্টান, কে মুসলমান তা দেখে না। আজকেও আমরা ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আপনাদের পাশাপাশি অন্য ধর্মের মানুষকেও ঈদ উপহার দিচ্ছি।
জামায়াতে ইসলামী বাংলাদেশের ২৯৯ নং আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী, অ্যাডভোকেড মোখতার আহমেদ বলেন, আল্লাহ সেইসব মানুষকে ক্ষমা করেন না, যারা অন্যের হক নষ্ট করে। ইতিহাস সাক্ষী, যারা জনগণের অধিকার কেড়ে নেয়, অন্যায়ভাবে সম্পদ লুটপাট করে, তাদের পরিণতি কখনো ভালো হয় না। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। তাদের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও দমননীতি দেশের সাধারণ মানুষের প্রতি চরম অবিচার করেছে। ফলস্বরূপ, আজ তারা জনগণের রোষানল থেকে বাঁচতে নিজের নাম পরিবর্তন করে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছে।
পরিশেষে, সকলের হাতে হাতে ইফতার ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।