॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির (ডিএনসিসি)’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া গ্রামীন মানুষের ফলিত পুষ্টি নিশ্চিত করতে ‘অংশিদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা’ (পিআরএলসি) শীর্ষক প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রকল্পের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সভায় ডিনএনসিসির সহযোগীতা বৃদ্ধি করা এবং পুষ্টির ক্ষেত্রে সমস্যায় থাকা পার্বত্য তিন জেলায় সাধারণ মানুষের মাঝে পুষ্টি সচেতনতা, প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ এবং পুষ্টির সরবরাহ নিশ্চিত করতে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলাপ্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরপ্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন পারভেজের সভাপতিত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস ও মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে এ সভায় পিআরএলসি প্রকল্পটির মেয়াদকাল, কার্য এলাকা এবং ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি তুলে ধরা হয়।
সভায় পুষ্টি সমন্বয় পরিষদের সদস্য সচিব ও সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা, জেলা পরিষদ সদস্য নাইউপ্রু মারমা মেরী, যুব উন্নয়নের উপ-পরিচালক মোহাং শাহাজাহান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বনিকসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকতাগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
সভায় পিআরএলসি প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’র নির্বাহী পরিচালক বিপ্লব চাকমাসহ টংগ্যা, প্রোগ্রেসিভ ও হিল ফ্লাওয়ারে প্রকল্প সমন্বয়কারীগণ এবং মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নিয়মিত জেলাপুষ্টি সমন্বয় পরিষদ সভা আয়োজন, দূরবর্তী এলাকায় পুষ্টি কার্যক্রম নিয়মিত করার বিষয়ে কৌশল নির্ধারণ, সরকারী ও বেসরকারী সংস্থার মধ্যে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও খাদ্যভ্যাসের মাধ্যমেও পুষ্টি ঘাতটি পুরণ করা যায় বলেও মত প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে মোবারক হোসেন বলেন, পার্বত্য এলাকায় পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রাচুর্য থাকা সত্ত্বেও কেন অন্যান্য জেলার তুলনায় পুষ্টি ঘাটতি রেট বেশি? যেহেতু সরকারী ও বেসরকারী সংস্থাগুলো পুষ্টি নিয়ে কাজ করছে তাই এই পরিস্থিতি থেকে উত্তরণ জরুরী। সাধারণ জনগণকে পুষ্টির গুরুত্ব ও উপকারীতা সম্পর্কে সম্যক ধারণা দিতে পারলে সাধারণ জনগণ সুফল ভোগ করবে। জনগণের পুষ্টি নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধি ও যথাযথ পদক্ষেপ গ্রহণে সকলকে গুরুত্বসহকারে অংশগ্রহণের আহ্বান জানান।
সভার শুরুতে পিআরএলসি প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন, আশিকার প্রকল্প সমন্বয়কারী বিধান চাকমা ও টংঙ্গ্যার প্রকল্প সমন্বয়কারী ফুল্লরা চাকমা।




























