রাঙামাটিতে দু’দিনব্যাপী এডভোকেসী এবং নেটওয়ার্ক প্রশিক্ষণ

549

 

cht-pic-02-12-16

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বাংলাদেশ সোসাইটি ফর দ্যা এনফরসম্যান্ট অব হিউম্যান রাইটস এবং এইচএসডিও এর আয়োজনে এবং সিএইচটিএফ এবং ইউএনডিপি’র যৌথ আয়োজনে দু’দিনব্যাপী এডভোকেসী এবং নেটওয়ার্ক প্রশিক্ষণ শুরু হয়েছে

শুক্রবার (০২ ডিসেম্বর) আশিকা কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।

এইচএসডিও এর চেয়ারম্যান মো: ওমর ফারুখ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষণের রিসোর্স পার্সন বিনিথ চক্রবর্তী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: ফয়সাল আহম্মদ,ইউএনডিপি-সিএইচটিডিএফ টীম লিডার ঝুমা দেওয়ান, ইউএনডিপি- সিএইচটিডিএফ প্রোগ্রাম অফিসার উচিমং চৌধুরী।

প্রশিক্ষকরা এডভোকেসি এবং নেটওয়ার্ক সম্পর্কে প্রশিক্ষণার্দীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন।

এ দু’দিনের প্রশিক্ষণে গণমাধ্যম কর্মী, এনজিও কর্মীসহ নানা সংগঠন থেকে ২৯ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন।

শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ প্রশিক্ষণ শেষ হবে।