রাঙামাটিতে সরকারি-বেসরকারি উদ্যোগে পার্বত্য চুক্তির বর্ষপূর্তী পালন

379

 

porishod-pic-3

॥ মঈন উদ্দীন বাপ্পী ॥

রাঙামাটিতে সরকারি-বেসরকারি উদ্যোগে চুক্তির পক্ষ-বিপক্ষদের সভা-সমাবেশের আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি পালিত হয়েছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে জেলাব্যাপী চুক্তির বর্ষপূর্তী পালন করা হয়।

পার্বত্য চুক্তির বর্ষপূর্তীতে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী পৌরসভা প্রাঙ্গনে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আ.লীগ নেতা দীপংকর তালুকদার।

সাংবাদিক মোস্তফা কামালের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক (এসজিপি, পিএসসি), ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী, রাঙ্গামাটি জোন কমান্ডার লেঃ কর্নেল রিদুয়ান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা পরিষদ সদস্য অংসু প্রু চৌধুরী।

প্রধান অতিথি দীপংকর বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, চুক্তির ৭২ টি ধারার মধ্যে ৪৮টি ধারা বাস্তবায়িত হয়েছে বাকী ধারাগুলো চলমান রয়েছে। সরকারকে এজন্য সময় দিতে হবে বলে তিনি জানান।

 

pc-jss-pic-02-12-16

একই দিন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাঙামাটিতে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তী পালন করেছে।

শুক্রবার (০২ডিসেম্বর) সকালে রাঙামাটি জিমনেসিয়াম চত্তরে আয়োজিত আলোচনা সভায় জেএসএস রাঙামাটি জেলার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি আসনের জাতীয় সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

এসময় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: ফারুক,জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুড়া, যুব সংহতি জেলার সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুড়া প্রমুখ।

প্রধান অতিথি ঊষাতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি বাস্তবায়নে আন্তরিক কিন্তু আ.লীগের মধ্যে চুক্তির বিপক্ষে অবস্থানকারী শক্তির কারণে শেখ হাসিনা চুক্তি বাস্তবায়ন করতে পারছে না।

bangali-pic-02-12-16

এদিকে পার্বত্য চুক্তির বর্ষ পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন নামের আঞ্চলিক সংগঠন পার্বত্য চুক্তির সাংঘর্ষিক ধারা সমূহ বাতিলের দাবিতে আলোচনা সভা করেছে।

শুক্রবার (০২ নভেম্বর) সকালে দলটির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: ইউনুচের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর কামাল, পার্বত্য ভূমি রক্ষা আন্দোলনের আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি এডভোকেট আফসার আলী, সাংগঠনিক সম্পাদক মো: আবু বক্কর মোল্লা প্রমুখ।

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির দিনে পার্বত্য চুক্তিকে কালো চুক্তি আখ্যায়িত করে এবং এ চুক্তি বাতিল করার দাবি জানিয়ে রাঙামাটির বনরূপা শহরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।