॥ ইকবাল হোসেন ॥
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টমর) সকাল ১০টায় রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাঙামাটি জেলা শাখার আয়োজিত “ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ” কর্মসূচীর উদ্বোধণ করা হয়। কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাস’র সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু), কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি ফেরদৌস ফকির, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলার সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুঙ্গু, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা জাসাসের সভাপতি আবুল হোসেন বালি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু, মোস্তফা কামাল শুক্কুর, যুগ্ম-সম্পাদক মো. আনোয়ার হোসেন, শহর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা তাঁতীদলের সভাপতি আনোয়ার আজিমসহ জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর অতিথি ও উপস্থিত নেতাকর্মীরা জেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেয়।
পরিশেষে রাঙামাটি নগর ছাত্রদলের সদস্য সচিব আব্দুশ শাকুর জাবেদ’র উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উল্লেখিত অতিথিদের পাশাপাশি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।