রাঙামাটিতে পরিবার পরিকল্পনা কার্যক্রম পর্যালোচনা সভা

375

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে পরবিার পরকিল্পনার উন্নত পরিসেবা প্রদানের লক্ষ্যে ফ্যাসলিটিটের এর কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ।

এসময় প্রধান অতিথি বলেন, পরবিার পরুকল্পনার মাঠ পর্যায়ের কার্যক্রম গতিশীলতা বাড়াতে হবে এবং তথ্য জরিপ হালনাগাদ করে বাস্তবচিত্র উপস্থাপন করে সঠিক প্রতেবেদন প্রেরণ করতে হবে। তিনি আরো বলেন , মাঠ পর্যায়রে চ্যালেঞ্জ মোকাবিলা করে অনগ্রসর র্দুগম এলাকার জনগোষ্ঠির কল্যাণে কাজ করার জন্য ওর্য়াড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের কর্মীদেরস আরও তৎপর হতে হবে।

রাঙামাটি জেলারর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আনোয়ারুল আজিম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পরবিার পরিকল্পনা অধিদপ্তররে পরিচালক আমিনুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার নিয়াজুর রহমান, সহকারী পরিচালক মতিউর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা.নীতিশ কুমার চাকমা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো:আবুল কালাম, উপজলো চেয়ারম্যানগন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ,পরিবার পরিকল্পনা সহ সংশ্লিষ্ট অন্যান্য র্কমর্কতারাগণ।