॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে লার্নিং শেয়ারিং মিটিং ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলায়তনে ব্র্যাক রাঙামাটি জেলা অফিসের আয়োজনে ও দাতা সংস্থা কানাডার অর্থায়নে জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন হিল ট্রাক্টস প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা।
বক্তব্যে দেন রাঙামাটি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা খীসা ও ব্র্যাকের রাঙামাটি জেলা সমন্বয়ক হাবিবুর রহমান। কর্মশালায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, প্রথমে পরিবার থেকে নারী-পুরুষের বৈষম্য দুর করতে হবে। তা না হলে এই বৈষম্য দুরীকরনে সামনের দিকে এগুনোর সম্ভব নয়। তাছাড়া এলাকায় বাল্য বিবাহ, যৌন হয়রানী রোধে সবাইকে সচেতনা সৃষ্টি করতে হবে।
প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা বলেন, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। ছেলে-মেয়েদের মানবিক মূল্যবোধ শিখাতে হবে এবং সচেতনা সৃষ্টি করতে হবে। যাতে ছেলে-মেয়েরা সঠিক পথে এগিয়ে যায়। সন্তানদের প্রতি নজর রাখতে হবে তারা কোথায় যাচ্ছে কি করছে।
তিনি আরো বলেন, মাবাবাদের তাদের সন্তানদের জন্য সময় দিতে হবে। সন্তানদের পারিবারিক বন্ধন সৃষ্টি করতে হবে। যাতে সন্তানরা বিপদে চলে না যায়।
তিনি বলেন, দিন দিন প্রযুক্তি উন্নতি হচ্ছে। এই প্রযুক্তি অনেক সুবিধা দেয় আর অনেক কিছু নিয়ে যায়। সমাজ থেকে বাল্য বিবাহ রোধ করতে হবে। পরিবার ও সমাজ থেকে এই বাল্য বিবাহ রোধের দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, তিন বছর মেয়াদী জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন হিল ট্রাক্টস প্রকল্পের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জেন্ডার বৈষম্য, যৌন হয়রানি রোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও বাল্য বিবাহ রোধ বিষয় প্রশিক্ষন দেয়া হবে। রাঙামাটি উপজেলা সদর ও বান্দরবান জেলার ৬টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।