রাঙামাটিতে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটির স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সংগঠনের সম্ভব্য কর্মকান্ডের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রফসর বাঞ্জিতা চাকমার সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, জেলা কার্যালয়ের উপ-পরিচালক গাজী সালাউদ্দিন, ইউএনডিপি’র প্রতিনিধি শংকর পাল, এডভোকেট জুয়েল দেওয়ান, তিন পার্বত্য জেলার বিভিন্ন বে-সরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, আইনজীবি, নারী নেত্রী, মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন।
এ মতবিনিময় সভায় জানানো হয় মানবাধিকার প্রত্যেকের জন্মগত অধিকার। তবে এখনো মানবাধিকার নিয়ে অনেকের কাছে অজানা রয়ে গেছে। এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রচারনা চালানো হবে এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয়ে প্রয়োজনে তদন্ত সম্পাদন করে সরকারের কাছে প্রতিবেদন প্রেরণ করা হবে বলে সভায়জানানো হয়।