॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি সদর আওয়ামী মৎস্যজীবী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, আওয়ামীলীগ নেতা রফিক আহমেদ তালুকদার। প্রধান বক্তা ছিলেন- জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক উদয়ন বড়–য়া।
অনুষ্ঠানের শুরুতেই সদর উপজেলা মৎস্যজীবী লীগের সকল নেতৃবৃন্দকে অতিথিরা ফুল দিয়ে বরণ করেন নেন।
সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সুনিল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, জাতীয় মৎস্যজীবী সমিতির সদস্য সচিব দীলিপ বিশ্বাস, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আরিফ উদ্দীন আরিফ, সদর থানা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কিরণময় চাকমা।
এসময় জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসহাক, রতন দাশ, মো. জসিম, মিন্টু বড়–য়া, আব্দুল মোনাফসহ মৎস্যজীবী লীগ এবং আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।