॥ স্টাফ রিপোর্টার ॥
স্মার্ট জেলা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় রাঙমাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙামাটি জেলার পর্যটন শিল্প বিকাশে কুইক উইন আইডিয়ার উপর বিস্তারিত আলোচনা করা হয়। এবং রাঙামাটি জেলার শ্লোগান হিেিসবে স্মার্ট পর্যটন এর আর ধারণা বাস্তবায়নের সকল পরিকল্পনা প্রণয়নের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো: শোয়াইব খানসহ সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্মার্ট পর্যটন গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রজেেন্মর ছেলেমেয়েরা কয়েকটি ধারনাপত্র উপস্থাপন করেন এবং সভায় তা প্রসংশিত হয়। স্মার্ট বাংলাদেশ নিয়ে বিভিন্ন আইডিয়া ও প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক রিশিতা চাকমা, টিআইবির এরিয়া ম্যানেজার বেনজিন চাকমাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সভার শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট স্মার্ট জেলার ভিশনের ২০৪১ সালের নমুনা চিত্রসহ স্মার্ট জেলার ভিশনের বর্ণনা, ভিশন তৈরীর সহায়ক তথ্যাবলী তুলে ধরা হয়।