রাঙামাটিতে ১০দিন ব্যাপী বিসিক শিল্প পণ্য মেলা শুরু

438

॥ স্টাফ রিপোর্টার ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যর ৫০টি স্টল নিয়ে রাঙামাটিতে ১০ দিন ব্যাপী বিসিক শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মারী স্টেডিয়াম সংলগ্ন সিআইডিটি বিসিক ভবনে এ মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), রাঙামাটির আয়োজনে এবং রাঙামাটি উইমেন চেম্বার ও রাঙামাটি নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি বিসিক, সিআইডিপি’র সহকারী মহাব্যবস্থাপক শামছু উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন , জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, ঝর্ণা খীসা।

স্বাগত বক্তব্য রাখেন- রাঙামাটি উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা বেগম, রাঙামটি নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার সভাপতি ক্যালি চাকমা, বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক মুনতাসীর মামুন। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী মেলার সকল স্টল ঘুরে দেখেন।