তৃণমূল হতে প্রতিভাবান কারাতে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ১০দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার রাঙামাটি জিমনেশিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার জুডো কারাতে, শরীর গঠন উপ-পরিষদের আয়োজনে উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জুডো কারাতে, শরীর গঠন উপ-পরিষদের আহবায়ক ফজলুল করিম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সহ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক কিংশুক চাকমা প্রমূখ ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আত্মরক্ষা ও সুন্দর শরীর গঠনে কারাতে শেখা সময়ের দাবি। সামাজিক যাবতীয় অবক্ষয় রোধে ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়াঙ্গনে আজকে যারা সফল হয়েছেন, তারা অনেক পরিশ্রম করে সফল হয়েছেন। উচ্চ শিখরে পৌছার স্বপ্ন নিয়ে এগুতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে রাঙামাটির সুনাম রয়েছে। সে সুনাম ধরে রাখতে হবে।
১০দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মসূচীতে ২০জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। উল্লেখ্য, বুধাবর এ প্রশিক্ষণ কর্মসূুচির আনুষ্টানিক উদ্বোধন হলেও আগামী ৬ ডিসেম্বর থেকে প্রশিক্ষণার্থীদের মূল প্রশিক্ষণ শুরু হবে।