রাঙামাটিতে ৩দিন ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা সমাপ্ত

420

p.....5-1

স্টাফ রিপোর্টার, ৫ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ও শিল্প সহায়ক কেন্দ্রের আয়োজনে ৩দিন ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা’১৬ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ফিতা কেটে  এই মেলার উদ্বোধন করেন।

এসময় পরিষদ সদস্য সান্তনা চাকমা, বিসিকের এজিএম মিহির কান্তি মল্লিক, শিল্প সহায়ক কেন্দ্র (বিসিক) এর সহকারী মহা ব্যবস্থাপক  ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান, রাঙামাটি চেম্বর অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী দীপক খীসাসহ বিসিকের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে চেয়ারম্যান ও কর্মকর্তরা মেলায় বসানো বিভিন্ন স্টল পরিদর্শন ও পণ্য সামগ্রী ক্রয় করেন। মেলায় দেশীয় ও বিভিন্ন হস্ত শিল্পের পাশাপাশি, গার্মেন্টস এবং জেলায় উৎপাদনকৃত কাজু বাদাম, আচার ও অন্যান পন্য সামগ্রী নিয়ে মোট ৩০টি বসানো হয়। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত চলার পর মেলার সমাপ্তি ঘোষণা করেন বিসিকের এজিএম।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান