॥ সিয়াম হোসেন ॥
রাঙামাটিতে পাড়া পর্যায়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, বন্য প্রাণী শিকার বন্ধ ও পাড়া বন সৃষ্টির লক্ষ্যে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদের এনেক্স ভবনে “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমন্বিত জীববৈচিত্র ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সামাজিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি” (ইআরআরডি-সিএইচটি) প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
জেলা পরিষদ সদস্য নাইউ প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবপ্রসাদ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের কনসালটেন্ট অরনেন্দু ত্রিপুরা।
বিইআরসিআর’র জেলা কর্মকর্তা কামনাশীষ খীসার সঞ্চালনায় কর্মশালায় তথ্য উপস্থাপন করেন সিবিও, ইআরআরডি তুহিন চাকমা।
কর্মশালায় দেবপ্রসাদ দেওয়ান বলেন, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো জীববৈচিত্র পুনরুদ্ধার এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি কমানোর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়া। তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলায় সামাজিক বন দিন দিন ধ্বংস হচ্ছে। এই বন ও প্রাকৃতি সম্পদ রক্ষা করতে না পারলে আমাদের প্রানীকুল দিন দিন ধ্বংস হয়ে যাবে। এখনই যদি আমরা এগিয়ে না আসি তাহলে সামনে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে।
কর্মশালায় রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় ২০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।






























