রাঙামাটি এফপিএবি’র র‌্যালি শেষ আলোচনাসভা

470

p..2

মো. নুরুল আমিন , ২২ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : ‘প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার সংরক্ষণে এফপিএবি’ এই শ্লোগান সামনে রেখে এফপিএবি রোববার রাঙামাটি শহরে একটি র‌্যালি বের করে। পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ ঘিরে আয়োজিত র‌্যালিটি বনরূপা থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এফপিএবি রাঙামাটির সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম ভূটো। এতে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি শাখার অবৈতনিক সাধারণ সম্পাদক আবুল কালাম আকাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফপিএবি কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস কনিকা চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেবী ত্রিপুরা, এফপিএবি’র আজীবন সদস্য বিজয় রতন দে প্রমূখ। অনুষ্ঠানে সহ সভাপতি বেগম সুফিয়া কামালসহ রাঙামাটি এফপিএবি, যুব সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর কোন কাজকে ক্ষুদ্র মনে করা ঠিক না। শিশু প্রজনন স্বাস্থ্য সেবা ক্ষেত্রে কেউ অবহেলা করব না। সঠিক পদ্ধতিতে শিশুর প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করব। যদি আমরা যদি অবহেলা বা ক্ষুদ্র মনে করি তাহলে আমাদের এই শিশু সারা জীবনের জন্য বোঝা হয়ে থাকবে । তাই শিশুর প্রজননে স্বাস্থ্য সেবা ও অধিকার সংরক্ষণে কাউকে অবহেলা না করার আহবান জানান । আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, রাঙামাটি শাখা এফপিএবি,র সহকারী কর্মকর্তা আবুল হাসনাত মোঃ কবির, গীতা পাঠ করেন,রাঙামাটি এফপিএবি,র সিনিয়র এক্সিকিউটিভ ক্লিনিক্যাল সার্ভিস কিরণ কান্তি সিকদার এবং ত্রিপিটক পাঠ করেন, রাঙামাটি শাখার এফপিএবি,র কো- অর্ডিনেটর প্রোগ্রামার চিকো চাকমা।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান