রাঙামাটি বিএনপির নব-নির্বাচিত কমিটিকে সদর উপজেলা বিএনপি’র সংবর্ধনা

357

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা বিএনপির নব নির্বাচিত কমিটি কে সদর উপজেলা বিএনপি’র পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির দলীয় কার্যালয়ে সদর উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের উপস্থিতে নব নির্বাচিত কমিটির নেতাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে সদর উপজেলা বিএনপি সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ জেলার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।

এতে রাঙামাটি সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মজিবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নব নির্বাচিত সভাপতি দীপন তালুকদার দীপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। স্বাগত বক্তব্য রাখেন- বিএনপির নেতা মো. জামাল উদ্দীন।

রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম চুঙ্গুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশর, মগবান ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম, বালুখালী ইউনিয়ন বিএনপির সভাপি লোকমান হোসেন, সাপছড়ি নুরুল ইসলাম সওদাগর, বন্দুকভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বিকাশ চাকমা।

এসময় সদর উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।