রাঙামাটি সদর উপজেলায় সুদমুক্ত ঋণ বিতরণ

551

 

p-2

॥ মোঃ হান্নান ॥ মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকালে এ ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চাকমাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঋনগ্রহীতারা উপস্থিত ছিলেন।

ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন, ঋণ গ্রহণের মাধ্যমে নানামুখি আয়ের উৎস সৃষ্টি করে স্বাবলম্বী হতে হবে। শুধু ঋণ নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। এ ঋণ নিজের পায়ের উপর দাঁড়াতে সহযোগিতা করে। সঠিক সময়ে সঠিক অর্থ ব্যবহার করে ফেরত দিতে পারলে তবেই ঋণ নেয়ার স্বার্থকতা। তিনি জানান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে। ঋণ বিতরণ অনুষ্ঠানে জীবতলী, কুতুকছড়ি ও বন্ধুকভাঙ্গা ইউনিয়নে ৩৩ জনের মাঝে ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ এবং ৪৭ জনের মধ্যে ৫ লক্ষ ১৫ হাজার টাকা পুনঃবিনিয়োগ ঋণ প্রদান করা হয়।