রাঙামাটি সরকারি কলেজে ছাত্রলীগের রুটিন বিতরণ

435

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সরকারি কলেজে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের মাঝে  ক্লাস রুটিন কার্ড বিতরণ করেছে ছাত্রলীগ।  রোববার (৮জুলাই) সকালে রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে এসব রুটি কার্ড বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, রূপম দাশ, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল রানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহেল চাকমা, করেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা,  সহ-সভাপতি নুরুল আলম, মঈনুদ্দীন, মাঈনুদ্দীন ইমন, মিনহাজুর রহমান, শরীফ আহম্মেদ মুন্না, সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,  মো. কাউসার রিপন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মো, রনি হোসেন, মো. নাজিম উদ্দীন, তথ্য সম্পাদক সোহেল রানা, উপ-দপ্তর সম্পাদক শাফয়েত আলী শুভম পাঠগার সম্পাদক আলাউদ্দীন টুটুল প্রমুখ।

অনুষ্ঠানে  এসময় ছাত্রলীগের নেতারা বলেন, বাংলাদেশ সৃষ্টির লক্ষে যে সংগঠনটির সবচেয়ে বেশি অবদান, ত্যাগ রয়েছে সেটি হলো বংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারি কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিল এবং এখনো রয়েছে। নবীন শিক্ষার্থীদের সুবিধার্থে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস।

বক্তারা আরো বলেন, রাঙামাটি সরকারি কলেজের যা অর্জন, সব কিছুর মূলে বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারি কলেজ শাখার প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে।

ছাত্রদের অধিকার আদায়ে আমরা সচেষ্ট। এছাড়াও মাদক, জঙ্গিবাদের কুফল সম্পর্কে আলোকপাত করা হয়। এসময় সচেতন নাগরিক হিসেবে বক্তারা স্বাধীনতা বিরোধীদের বর্জন করার আহব্বান জানান।