রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমতলীর আল আমিন

538

॥ ইকবাল হোসেন ॥
রাঙামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি কলেজে রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রম অগ্রসর করতে দায়িত্ব পেয়েছেন বাঘাইছড়ি উপজেলার দূর্গম আমতলী ইউনিয়নের সন্তান ও ছাত্রনেতা আল আমীন।

আমতলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি বাঙলা কলেজ (মিরপুর ঢাকা) থেকে এইচএসসি শেষ করে রাঙামাটি সরকারি কলেজ হতে বিবিএ শেষ করেছেন তিনি। বর্তমানে রাঙামাটি সরকারি কলেজে এমবিএ অধ্যয়নরত এই ছাত্রনেতা জানিয়েছেন, আমতলী উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন থেকেই বাবার হাত ধরেই বিএনপির রাজনীতির সাথে জড়িত হন, এলাকায় সামাজিক ও সেবামূলক কাজ করতে গিয়ে বেশ কয়েকবার স্থানীয় আওয়ামীলীগের প্রতিহিংসার স্বীকার হয়ে একাধিক মামলা হামলার স্বীকার হয়েছেন তিনি এবং তিন তিনবার কারাবরণ করেন।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কার্যক্রম তারুণ্যের হাত ধরে এগিয়ে নিতেই এই তরুণ নেতাকে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের দায়িত্ব দিয়েছেন কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
বিএনপির এই কঠিন সময়ে দায়িত্ব পেয়ে আল আমিন শপথ করে বলেন, নিজ দায়িত্ব পালন করতে গিয়ে নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।

সর্বশেষ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা ছাত্রদলের সিনিয়র নেতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে বাঘাইছড়ি, আমতলী ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরাও কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা ছাত্রদলের সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আল আমিনকে অভিনন্দন জানিয়েছেন।