রাজস্থলীতে উদ্বোধনের অপেক্ষায় নবনির্মিত ফায়ার ষ্টেশন

419

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

রাজস্থলী উপজেলার প্রায় ২৮ হাজার জনবসতির জন্য মনোরম পরিবেশে দৃশ্যমান ফায়ার সার্ভিস ষ্টেশন উদ্বোধন হতে যাচ্ছে। রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের সেনা ক্যাম্প সংলগ্ন ফায়ার সার্ভিসের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। গণপূর্ত বিভাগ থেকে বুঝে নেওয়ার পর ফায়ার ব্রিগেড আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দিনক্ষণ চুরান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ও অগ্নিণির্বাপনে সাড়া দেশের ন্যায় সর্ব প্রথম রাজস্থলী উপজেলায় ফায়ার ষ্টেশন নির্মাণ করছে সরকার। রাঙামাটি ফায়ার ব্রিগেডের পরিচালক জানান, এ ফায়ার সার্ভিস ষ্টেশন গণপূর্ত অধিদপ্তর শীঘ্রই আমাদের কাছে হস্তান্তর করবে। এরপর অনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ফায়ার ব্রিগেডের যাবতীয় কর্মকান্ড শুরু করা হবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাড়া দেশের যে এলাকায় ফায়ার ব্রিগেড নেই সেসব এলাকায় নির্মাণ করা হচ্ছে ফায়ার স্টেশন।

উল্লেখ্য, বরাদ্ধকৃত ৩ কোটি ৭০ লক্ষ টাকার ফায়ার সার্ভিস নির্মাণ কাজ হাতে নিয়েছেন ঠিকাদার ব্যঙ্গ বিল্ডার্স এখন প্রায় কাজ সমাপ্তির পথে। আগামী মাসের মাঝামাঝিতে উদ্বোধন হবে বলে গণপূর্ত অধিদপ্তর হতে জানা গেছে। দীর্ঘদিন অজ্ঞাত কারণে ফায়ার ব্রিগেডের কাজ বন্ধ ছিল। সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় কাজ শুরু হলে এইটি একটি দৃশ্যমান উন্নয়ন হচ্ছে রাজস্থলীতে। রাজস্থলী উপজেলার সকলের যানমান রক্ষার্থে সরকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে এলাকাবাসী অভিমত ব্যাক্ত করেছে।