স্পীলওয়ে খুলে কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণ

341

॥ অর্ণব মল্লিক, কাপ্তাই ॥

কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে খুলে দিয়ে কচুরিপানা পরিষ্কার করেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কাপ্তাই জেটিঘাট ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ইনটেক সংলগ্ন কাপ্তাই হ্রদে দীর্ঘদিন ধরে কচুরিপানার জট লেগেছিল। এতে বিদ্যুৎ উৎপাদনে বিঘœ হচ্ছিল।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ৪টি গেইট খুলে পানির ¯্রােতকে কাজে লাগিয়ে এই কচুরিপানা গুলো পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের এর নেতত্বে এই কচুরিপানা অপসারণ করা হয়।

তিনি জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার ইনটেক সংলগ্ন কাপ্তাই হ্রদে এবং কাপ্তাই জেটিঘাট এলাকার কয়েক কিঃ মিঃ এলাকা কচুরিপানায় ভরে গিয়েছিল। যার ফলে নৌ-চলাচলে অসুবিধাসহ পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইনটেকে এই কচুরিপানা আটকে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছিল। যার ফলে বৃহস্পতিবার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি গেইটের মধ্যে ৪ টি গেইটে প্রতিটিতে ৬ থেকে ৭ ফুট করে পানি ছাড়ার মাধ্যমে এই কচুরিপানা অপসারণ করা হয়েছে।