রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

380

|| রাজস্থলী প্রতিনিধি ||

“বস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা” প্রতিপাদ্যে রাজস্থলী উপজেলা প্রশাসন ও কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের যৌথ আয়োজনে রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার এর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার শেখ ছাদেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃঞ্চ চাকমা। এ সময় উপজেলা উপ কৃষি কর্মকর্তা কুশল তালুকদার, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা কাইয়ুম হোসেন নিয়াজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, সাংবাদিক আজগর আলী খানসহ প্রকল্পের বিভিন্ন পাড়া থেকে আগত ৪৫০ জন উন্নয়ন সহযোগী সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দূষিত বাতাস থেকে প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি আমরা। যার ফলে অসুস্থ হয়ে পড়ছে পৃথিবীর মানবজাতি। এই মানব জাতিকে বাঁচাতে এখনই প্রয়োজন পরিবেশ সচেতনতা। গাছ রোপণের পাশাপাশি যাতে কারণে অকারণে গাছ নিধনও বন্ধ হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে বলে মন্তব বৃক্ষকে নিধনের হাত থেকে রক্ষা করতে পারলেই পরিবেশের টেকসই উন্নতি হবে। আলোচনা সভা শেষে ৪ ৫০ জন উন্নয়ন সহযোগী সদস্যদের মাঝে লেবু, বেল, লটকন, আমড়া, আম্রপালি, আপেল কুল, হাড়িভাঙ্গা ও পেয়ারাসহ ৬শত চারা গাছ বিতরণ করা হয়।