রাজস্থলীতে যুবাদের মাঝে ঋণ বিতরণ ও যুবদিবস পালন

395

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মুজিববর্ষে আহবান যুব কর্মসংস্থান এ প্রতিপাদ্যতে সামনে রেখে রবিবার ১লা নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

এতে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ রাজস্থলী থানা মফজল আহম্মদ খান, সাংবাদিক আজগর আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, তথ্য অফিসার রোকেয়া পারভিন, মাধ্যমিক শিক্ষা বিভিষন চাকমা, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুস সাত্তার, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজামানসহ বিভিন্ন বিভাগের কর্মচারী যুবক-যুবতিগন উপস্থিত ছিলেন। ঋণ বিতরনে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর সার্বিক সহযোগিতায় যুবক-যুবতিদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিও লক্ষ্যে যে কর্মসূচী হাতে নিয়েছেন তা বলা বাহুল্য।

আপনাদের স্বার্থে যুব উন্নয়ন ঋণ প্রদান করছেন, সঠিক মত কাজে লাগিয়ে বেকারত্ব দুর করে স্বাভলম্বী হয়ে নিজের পায়ে দাড়ানোর চেষ্ঠা করবেন। ফলে বেকারত্ব থেকে মুক্ত হবেন। আলোচনার পর পর প্রধান অতিথি যুবক-যুবতীদের মাঝে তিন লক্ষ বিশ হাজার টাকা ঋণ প্রদান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।