রাজস্থলী সংবাদদাতা, ৪ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : পার্বত্য শান্তিচুক্তিা ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই ১১ আরই ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মো. ওবায়দুল্লাহ হেল সাফী পিএসসি বলেছেন, পাহাড়ে পুর্ণ শান্তি বিরাজ করছে। তারই বাস্তবতায় অত্র উপজেলায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট আছে। সরকার এ পরিবেশ বজায় রাখতে সদাতৎপর। এ কারনেই দেশী বিদেশী কোন সন্ত্রাসীগোষ্টি এখানে অশান্তি সৃষ্টি করতে পারছে না।
শান্তিচুক্তি ১৮ বছর পুর্তিতে কাপ্তাই ১১ আরই ব্যাটালিয়ন এর সেনাবাহিনীর সদস্যরা পুরো জোনের মধ্যে দিনটিতে নানান কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায়
গত ২ ডিসেম্বর বুধবার বিকালে রাজস্থলী উপজেলা চত্তরে গাইন্দ্যা সম্প্রীতি একাদশ বনাম ঘিলাছড়ি শান্তি একাদশের মধ্যকার ভলিবল খেলোয়ারদের মাঝে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ অহিদুল্লাহ সরকার, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সৈয়দ আমীর আলী, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান দীপময় তালুকদার, স্থানীয় সাংবাদিক হারাধন কর্মকার, ইউপি সদস্য মোতালেব হোসেন, নুরুল আলম প্রমুখ।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান