॥ রাজস্থলী প্রতিনিধি ॥
জেলার রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের নাইক্যংছড়ার নারাছড়া এলাকা হতে বিপুল পরিমাণ অবৈধ কাঠ বাঙ্গালহালিয়া অধিনায়ক ক্যাপ্টেন দেবাশীষ সরকারের নেতৃত্বে জব্দ করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাহাদাৎ হোসেন। গতকাল সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন প্রজাতির যার আনুমানিক দেড় লক্ষ টাকা অবৈধ কাঠ পাচার করার সময় হাতে নাতে আটক করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। বাঙ্গালহালিয়া ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন দেবাশীষ সরকার জানান, নাইক্যংছড়া, গবাছড়া ও নারাছড়া দিয়ে কাঠ পাচারের সংবাদ পেলে টহলে বের হওয়ার পর হাতে নাতে কাঠগুলো আটক করে।
উক্ত কাঠগুলো স্থানীয় বাঙ্গালহালিয়া ষ্টেশন ফরেষ্ট অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, প্রতিদিন রাত ২নং শফিপুর, উপরের মসজিদ রোড ও বাঙ্গালহালিয়া যাত্রী ছাউনীর পাশ দিয়ে চাদের গাড়ি, পিকআপ ভরে জ্বালানী কাঠ গোল সেগুন কাঠ অবৈধ চোরাকারবারিরা, শিলক, রাঙ্গুনীয়া, কোদালা ও সরফভাটায় পাচার করে।