রাণীরহাটে রবি কোম্পানীর ডিস্ট্রিবিউশন হাউজ উদ্বোধন

503


॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলাধীন রাণীরহাটে মোবাইল ফোন অপারেটর রবি’র ডিস্ট্রিবিউশন হাউজ স্থাপন করেছে রাঙামাটির বার্ণিজ্যিক প্রতিষ্ঠান বিআলম ট্রেডার্স। বুধবার সকালে এ অফিস উদ্বোধন করেন, রবি’র চিফ ইন্টিগ্রেশন অফিসার শিহাব আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরের রিজিয়নাল ম্যানেজার শোভন চক্রবর্ত্তী, রবি’র সেলস ম্যানেজার শহিদুল ইসলাম, ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. বাদশা আলম।

এদিকে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়েও এদিন এক মতবিনিময় সভায় মিলিত হয় রবি’র চিফ ইন্টিগ্রেশন অফিসার শিহাব আহম্মেদ। তিনি এসময় শিক্ষার্থীদের সাথে তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া রবি’র এ  উর্দ্ধতন অফিসার রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় গিয়ে রবি’র রিটেলারদের সাথে বিভিন্ন ব্যবসায়িক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন। এরপর বিকেলে জেলা শহরের রিটেলারদের নিয়ে তবলছড়ি এলাকার একটি ব্যক্তি মালিকাধীন রেস্তরায় বসে রিটেলারদের সাথে মতবিনিময় করেন। এসময় একজন সেরা ডাটা রিটেলারকে পাওয়ার ব্যাংক প্রদান করা হয়।

এদিকে ফেব্রুয়ারী মাসে রিপোর্টের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর রিজয়নের পক্ষ থেকে রবি’র ডিস্ট্রিবিউশন বিএআলম ট্রেডার্সকে শ্রেষ্ট ডিস্ট্রিবিউশন হিসেবে সম্মাননা ট্রফি তুলে দেওয়া হয়।