॥ স্টাফ রিপোর্টার ॥
আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবদ্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণারের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এতে সভাপতিত্ব করেন।
সমন্বয় সভায় জিএসটি ভর্তি পরীক্ষা সংক্রান্ত আইন শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও কেন্দ্র/ উপকেন্দ্রের পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাবিপ্রবিসহ মোট ৮টি কেন্দ্র উপকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটের অন্তত সাড়ে চৌদ্দ হাজার পরীক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে। সভায় উপস্থিত সদস্যগণ সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, রাবিপ্রবি ব্যবসায় অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক সূচনা আখতার, ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডীন ও সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নিখিল চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসাঃ হাবিবা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সপ্তর্ষি চাকমা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাঈনুদ্দীন, পরিচালক (হিসাব) মোঃ নূরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, একাডেমিক বিভাগের সহকারী রেজিস্ট্রার মাহবুব আরা, রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আওয়ালীন খালেক, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, রাঙামাটি সরকারী কলেজের প্রতিনিধি সহযোগী অধ্যাপক ত্রিবিজয় চাকমা, রাঙামাটি সরকারী মহিলা কলেজের প্রতিনিধি সহকারী অধ্যাপক ইতি সরকারসহ রাঙামাটি জেলার বিভিন্ন বিভাগ ও দপ্তর, যানবাহন সমিতি এবং সিএনজি মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এবার জিএসটি ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি’র তত্ত্বাবধানে আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট, ৩ মে ‘বি’ ইউনিট এবং ১০ মে ‘সি’ ইউনিট ২০২৪ খ্রিঃ তারিখ রাঙ্গামাটি শহরের রাবিপ্রবি কেন্দ্রসহ ৮ টি উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রধান কেন্দ্র হচ্ছে রাবিপ্রবি ক্যাম্পাস এবং উপ-কেন্দ্রগুলো হলো রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়, শহীদ আবদুল আলী একাডেমী এবং ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়। এবারের জিএসটি ভর্তি পরীক্ষায় এ ইউনিটের অধীনে ৮,৫৮২, বি ইউনিটের অধীনে ২,৭৪৪ এবং সি ইউনিটের অধীনে ৩,২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।





























