॥ স্টাফ রিপোর্টার ॥
রিজার্ভ বাজারের মহসিন কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মুহাম্মদ আবু সৈয়দ।
রোববার দুপুরে মুহাম্মদ আবু সৈয়দ ব্যক্তিগতভাবে আগুনে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের ১’শ জন সদস্যের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়াছিন রানা সোহেল, মোঃ আবুল হাশেম, মোঃ মুছা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, শনিবার শহরের রিজার্ভ বাজারস্থ মহসিন কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৭পরিবার ক্ষতিগ্রস্ত হয়।