রুমায় মাদক নিয়ন্ত্রণ কর্মসূচি

504

p....4

রুমা সংবাদদাতা, ৮ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : সামাজিক সংগঠন মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন উদ্যোগে ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পৃষ্ঠোপোশকতায় মাদক নিয়ন্ত্রন কর্মসূচির কার্যক্রম গতকাল বুধবার বেলা ১১টায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। রুমা উপজেলা সদরে লুংঝিরি পাড়া এসোসিয়েশন ভবনে “মাদক জীবনকে কেড়ে নেয়” এ প্রতিপাদ্য নিয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা।

মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শৈহ্লাচিং মারমার সভাপতিত্¦ে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং ও পাইন্দু ইউপি চেয়ারম্যান ক্যসাপ্রু মারমা। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পলি মৌজা হেডম্যান চিংসাঅং মারমা, বাংলাদেশ মানবাধিকার কমিশন রুমা শাখার সহ-সভাপতি থোয়াইসানু মারমা, জেএসএস সম্পাদক মংমংসিং মারমা, মাওএ সাবেক সভাপতি রুইবেঅং মাষ্টার, সদর ইউপি মেম্বার চিংসাথোয়াই মারমা, পাইন্দু ইউপি মেম্বার চিংসানু মারমা, মারমা, মারমা শিল্পী গোষ্ঠীর সভাপতি মংমং মাষ্টার, সাবেক মেম্বার চথোয়যাইপ্রু মারমা, পিসিপি‘র সভাপতি মংমিন মারমা মুলপি পাড়া কারবারি ক্যমং মারমা, আশ্রম পাড়া প্রধান উবাসিং কারবারি, যুব সমাজের সংগঠক উসাইমং মারমা ও জেএসএস সভাপতি লুপ্রু মারমা প্রমুখ। মাওএ‘র সাধারণ সম্পাদক উক্যসিং মারমা উপস্থানায সভার স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক সম্পাদক ঞোহলামং মারমা।

বক্তারা বলেছেন মাদক দ্রব্য সমাজকে গ্রাস করে ধবংসের দিকে ঠেলে দেয়। মাদক সমাজ উন্নয়ন ও অগ্রগতির পথে  প্রধান অন্তরায়। নিয়ন্ত্রণবিহীন মাদক দ্রব্য ব্যবহার পুরোপুরি সমাজ তথা রাষ্ট বিরোধী। পাড়া পর্যায়ে মাদক নিয়ন্ত্রণের মা সমাবেশ সহ এধরনের সচেতনতা তেরীতে সভা আয়োজনের প্রস্তাব দেন বক্তারা।

এদিকে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উক্যসিং মারমা জানান উদ্বোধনের পরবর্তী সময়ে মাদক নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চারটি ইউনিয়নের বিভিন্ন পাড়ায় সাংগঠনিক সফর করবেন সংগঠনের সংশ্লিষ্টরা। মাদক দ্রব্য সমাজকে গ্রাস করে ধবংসের দিকে ঠেলে দেয়। মাদক সমাজ অগ্রগতি ও উন্নয়নের প্রধান অন্তরায়। নিয়ন্ত্রণ বিহীন এ মাদক দ্রব্য ব্যবহার পুরোপুরি সমাজ বিরোধী। তাই মারমা সম্প্রদায়ের লোকজনের এবিষয়ে সচেতনতা সৃষ্টি করতে  মাদক নিয়ন্ত্রণের এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে তিনি জানান।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান