লংগদুতে অটিজম ও স্নায়ু বিকাশে কর্মশালা

401

P.....5-1

লংগদু প্রতিনিধি- ১ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি :  লংগদু উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অটিজম ও স্নায়ু বিকাশ সমস্যা ভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালার আয়োজন করা হয়। রোববার লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল্লাহ। উপজেলা যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার মোঃ এমরান হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা মোঃ মাহাবুব ইলাহী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা স্টার মাল্টিপারপাস কোঃ সোসাইটির পরিচালক উছমান গণি লিটু। কর্মশালায় বক্তারা বলেন, অটিজম ও স্নায়ু বিকাশ সমস্যা জনিত শিশুরা ফেলনা নয়। তাদেরকে বোঝা না ভেবে তাদের প্রতি যতœ নিতে হবে। তাদেরকে অবহেলা না করে পরিচর্চার মাধ্যমে গড়ে তুললে তারাও কাজে পরিনত হবে। অটিজম সম্পর্কে যুবদের দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি করতে  হবে বলে বক্তারা জানান।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান